সারাদেশের ন্যায় শাহরাস্তির এমপিওভুক্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠা শার্টডাউন ঘোষণা অব্যাহত থাকবে ঘোষণা দিয়েছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক- সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম। সারাদেশে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০% বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১৫০০/- এবং কর্মচারীদের উৎসব ভাতা ন্যূনতম ৭৫/-% বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে কেন্দ্রীয় কমিটির ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শাহরাস্তি উপজেলায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকায় শাহরাস্তি উপজেলার এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান “শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমাজ কল্যাণ সমিতির” কর্তৃক আয়োজিত উক্ত সমাবেশ স্থানীয় ‘মেহার উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণ থেকে শুরু করে উপজেলা পরিষদ মাঠে এসে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে ঔই বিক্ষোভ সমাবেশ শেষ হয়।শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসির পরিচালনায় সভাপতি তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় পূর্ব ঘোষণা অনুযায়ী শাটডাউন অব্যাহত থাকবে। এসময় তিনি আরও বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত শাহরাস্তি উপজেলার এমপিওভূক্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালা বন্ধ থাকবে, কোন কোচিং ক্লাস পরিচালিত হবে না, প্রাইভেট পড়ানো বন্ধ থাকবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শিক্ষক সমিতির নেতা শাহরাস্তি উপজেলার ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসাইন, শিক্ষক নেতা ইমাম হোসেন মজুমদার, মাদাসার শিক্ষক নেতা হাসান আহমেদ বাবলু, হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজিব শর্মা প্রমূখ।অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন শাহারাস্তি শাখার সভাপতি আলীআজগর মিয়াজী।