হাজীগঞ্জে উপজেলার সকল হাসপাতাল/হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টার/ডায়াগণস্টিক সেন্টার কর্তৃপক্ষকে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান। বুধবার (২২ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত দুইটি নির্দেশনা পত্রের আলোকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার স্বারক নং- উঃস্বাঃকমঃ/হাজীঃ/চাঁদঃ/২০২৫/
এর মধ্যে ‘বর্জ্য ব্যবস্থাপনা ও অনুমোদিত বেড অনুযায়ী রোগী ভর্তিকরণ প্রসঙ্গে’ বিষয়ক নির্দেশনাপত্রে উল্লেখ করা হয়, আপনার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে সম্পন্ন ও অনুমোদিত বেড অনুযায়ী রোগী ভর্তি করার নির্দেশ দেওয়া গেল। বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি ও অনুমোদিত বেডের অতিরিক্ত রোগী ভর্তি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনাপত্রের স্বারক নং- উঃস্বাঃকমঃ/হাজীঃ/চাঁদঃ/২০২৫/
অপর নির্দেশনাপত্রে ‘চিকিৎসকদের নামের সাথে বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশান নম্বর উল্লেখ ও অননুমোদিত ডিগ্রি ব্যবহার না করা এবং বিশেষজ্ঞ চিকিৎসক ব্যতিত অপারেশন হতে বিরত থাকা প্রসঙ্গে’ উল্লেখ করা হয়। যার স্বারক নং- উঃস্বাঃকমঃ/হাজীঃ/চাঁদঃ/২০২৫/
ওই নির্দেশনাপত্রে কর্মরত চিকিৎসকদের তার প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড ও সাইনবোর্ডে বিএমএন্ডডিসি নম্বর উল্লেখ, অননুমোদিত ডিগ্রি (পিজিটি, বিএইচএস, এফসিপিএস পার্ট-১, পার্ট-২, ইনকোর্স পার্ট-১, পার্ট-২, থিসিস পর্ব, শেষ পর্ব, কোর্স কমপ্লিট (সিসি) ইত্যাদি এবং দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রদত্ত ফেলোশিপ এবং ট্রেনিং সমূহ (এফআরসিপি, এফআরএইচএস, এফআইসিএ, এফআইসিএস, এফএএমএস, এফআইএজিপি ইত্যাদি উল্লেখ না করার নির্দেশনা দেওয়া হয়।
একই নির্দেশনাপত্রে বিশেষজ্ঞ শল্য চিকিৎসক (সার্জন) ও অবেদনবিদ (এ্যানেসথেসিওলজিস্ট) ব্যতিত যে কোন প্রকার অপারেশন হতে বিরত থাকা এবং বিশেষজ্ঞ শল্য চিকিৎসক ও অবেদনবিদ ব্যতিত অপারেশনে সংক্রান্ত কোন প্রকার জটিলতা দেখা দিলে বিধি মোতাবেক প্রতিষ্ঠান ও চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান।
এদিকে দুইটি নির্দেশনাপত্রের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক, বিভাগী পরিচালক (স্বাস্থ্য), জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাজীগঞ্জ থানায় প্রদান করা হয়।