শাহরাস্তিতে “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ ” উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ২২ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনাআয়তনে এই কর্মসূচি পালন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, কর্মচারী, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। তিনি বক্তব্য বলেন, সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। নিরাপদ সড়কের জন্য চালক, পথচারী ও যাত্রী সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাইনুল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মাকসুদল আলম,শাহারাস্তি মডেল থানার এস আই আল আমিন, ট্রাফিক সার্জেন্ট দ্বীন মোহাম্মদ, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবুল হাসান, সমাজসেবা অফিসার মো. আবু ইসহাক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ খাঁন, আইসিটি অফিসার মোঃ শাহজাহান, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমীন, শাহরাস্তি প্রেসক্লাবে সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী প্রমুখ।
অংশগ্রহণকারীরা সড়ক নিরাপত্তার বিভিন্ন প্রতীক ও স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।