বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিকে ঘিরে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।উক্ত বর্ণাঢ্য র্যালিতে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আব্দুল্লাহ হক শাকুর বিশাল মিছিল নিয়ে যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও থানা যুবদল নেতা রাফিউল ইসলাম মামুন
এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আব্দুল্লাহ হক শাকুর বলেন, “যুবদল বাংলাদেশের তরুণ প্রজন্মের গণতান্ত্রিক চেতনার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এই সংগঠন সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকারের পক্ষে কাজ করেছে। আমি সোনারগাঁওসহ জেলার সকল বঞ্চিত ও নিপীড়িত নেতাকর্মীদের আহ্বান জানাই, সকলে ঐক্যবদ্ধভাবে এই র্যালিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সফল ও স্বার্থক করুন।”
তিনি আরও বলেন, “যুবদলের ৪৭ বছরের পথচলা ত্যাগ, আদর্শ ও সংগ্রামের ইতিহাস। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে যুবদল সব সময় রাজপথে ছিল, আছে এবং থাকবে।”
র্যালিটি সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় । সমাবেশে জেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুবদল রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলও এবারের কর্মসূচি উদযাপন করেছে।
মো: কাউছার পাটোওয়ারী 
























