চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ শুক্কুর পাটোয়ারী বলেছেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। নারীরা সমাজ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, তাই রাষ্ট্রকাঠামো মেরামতের এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছি। নিজের ভোট, দেখে শুনে যোগ্য প্রার্থীকে দেয়ার সময় এসেছে। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে আমরা চাঁদাবাজি, ইভটিজিং ও দুঃশাসনমুক্ত একটি সুন্দর, সুশাসনভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।” তিনি সরকারের সকল নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী ইসলামি দাখিল মাদ্রাসা মাঠে উঠান বৈঠক ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উঠান বৈঠক ও মহিলা সমাবেশে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপদি মিজানুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল মাওলা কচি এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. নাজির হোসেন স্বপনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান প্রধান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বারেক ডাক্তার, বিএনপি নেতা মোবারক হোসেন, মো. বিল্লাল হোসেন, বাদল খান, উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার ও বিএনপি নেতা বিল্লাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. জুয়েল হোসাইন, উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ প্রধানীয়া, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল আরমান প্রমুখ।
এ সময় বিএনপি নেতা মো. জসিম উদ্দিন প্রধান, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. শামীম মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরীফ উল্লাহ টিটুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল ও সুধীজন উপস্থিত ছিলেন।
সফিকুল ইসলাম রিংকু 










