মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ-৮ হাজার ৮০ টাকা সহ চাঁদপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদ্দামকে মতলব সরকারি কলেজ গেইটের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ ।
৩১ অক্টোবর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদের দিক নিদের্শনায় এসআই মোঃ ইকরামুল হক সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মতলব সরকারি কলেজ সংলগ্ন রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সিরাজুল ইসলাম প্রধানের ছেলে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয় । এ সময় তার দেহ তল্লাশী করে ১৪৫ পিছ ইয়াবা ও ৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয় । এফআইআর নং-১৪, তারিখ- ৩১ অক্টোবর, ২০২৫; জি আর নং-১৪৩, তারিখ- ৩১ অক্টোবর, ২০২৫ সময়- ৮টা ১০ মিনিট । ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আসামী মোঃ সাদ্দাম প্রধানিয়া (৩৩) কে মাদক মামলায় চাঁদপুর আদালতে প্রেরন করা হয় ।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ বলেন ১৪৫ পিছ ইয়াবা সহ তাকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে । আমাদের অভিযান অব্যহত থাকবে ।
Reporter Name 











