ঢাকা 9:29 am, Saturday, 8 November 2025
ফরিদগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলনে জেলা শিক্ষা অফিসার

‘শিক্ষকদের চাকরীজীবি নয়, শিক্ষক হতে হবে’

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দুই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে সভাটি শিক্ষকদের মিলন মেলাতে পরিণত হয়।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, প্রধান আলোচক ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা বিল্লাল হোসেন মিয়াজি। উপজেলা শাখার সভাপতি শরীফ মো. আবদুল কুদ্দুছ’র সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ উপস্থাপনা করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল বাতেন ও আদর্শ একাডেমির সহকারী প্রধান শিক্ষক শাহাদাত।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরা সমাজ পরিবর্তনের হাতিয়ার। সেজন্য শিক্ষকদের সমাজ সংস্কারে প্রথমেই এগিয়ে আসতে হবে। তবে এর আগে শিক্ষকদের নিজেদেরকে আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবন আদর্শ অনুসরণ করতে হবে। তিনি কিভাবে জীবন ধারণ করেছেন, কিভাবে পরিশ্রম করেছেন এগুলো অনুসরণ করতে পারলে অনেক কিছুরই পরিবর্তন করা সম্ভব। শিক্ষকদেরকে ক্লাসে পাঠদানের আগে নিজেদেরকে আরো বেশি করে ঝালাই করে নিতে হবে। শিক্ষার্থীদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় গাইড লাইন দিতে হবে। আমরা এমন একটি দেশ চাই, এমন একটি সমাজ চাই যেখানে প্রকৃত মেধাবীরাই শাসন করবে।’

তিনি আরো বলেন, ‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগি করতে আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাক এই পর্যায়ে নিয়ে আসার পিছনে চাঁদপুর জেলা বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষক ও আলেম ওলামাদের অনেক ভূমিকা ছিলো। আমি সেইটুকু স্মরণে রেখে চাঁদপুরের মাদ্রাসা শিক্ষক, আলেম ওলামাদের নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছি। আমার আহ্বানে মাদ্রাসার সকল পর্যায়ের সংগঠনগুলো সাড়া দিয়েছেন। আমার বিশ্বাস আমরা সকলে মিলে এই পরিবর্তন আনতে সক্ষম হবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সভাপতি অধ্যাপক রুহুল আমিন, সেক্রেটারী হারুন অর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাও. ইউনুছ হেলাল, পৌর শাখার উপদেষ্টা মিজানুর রহমান, মাধ্যমিক শাখার সভাপতি শরীফ উদ্দিন আহমেদ, পৌর শাখার সভাপতি নেছার আহমেদ, কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় সহজ পদ্মতিতে আগুন নেভানোর যন্ত্র আবিস্কার করেছে স্থানীয় এক উদ্যোক্তা

ফরিদগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলনে জেলা শিক্ষা অফিসার

‘শিক্ষকদের চাকরীজীবি নয়, শিক্ষক হতে হবে’

Update Time : 08:22:20 am, Saturday, 8 November 2025

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দুই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে সভাটি শিক্ষকদের মিলন মেলাতে পরিণত হয়।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, প্রধান আলোচক ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা বিল্লাল হোসেন মিয়াজি। উপজেলা শাখার সভাপতি শরীফ মো. আবদুল কুদ্দুছ’র সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ উপস্থাপনা করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল বাতেন ও আদর্শ একাডেমির সহকারী প্রধান শিক্ষক শাহাদাত।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরা সমাজ পরিবর্তনের হাতিয়ার। সেজন্য শিক্ষকদের সমাজ সংস্কারে প্রথমেই এগিয়ে আসতে হবে। তবে এর আগে শিক্ষকদের নিজেদেরকে আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবন আদর্শ অনুসরণ করতে হবে। তিনি কিভাবে জীবন ধারণ করেছেন, কিভাবে পরিশ্রম করেছেন এগুলো অনুসরণ করতে পারলে অনেক কিছুরই পরিবর্তন করা সম্ভব। শিক্ষকদেরকে ক্লাসে পাঠদানের আগে নিজেদেরকে আরো বেশি করে ঝালাই করে নিতে হবে। শিক্ষার্থীদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় গাইড লাইন দিতে হবে। আমরা এমন একটি দেশ চাই, এমন একটি সমাজ চাই যেখানে প্রকৃত মেধাবীরাই শাসন করবে।’

তিনি আরো বলেন, ‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগি করতে আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাক এই পর্যায়ে নিয়ে আসার পিছনে চাঁদপুর জেলা বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষক ও আলেম ওলামাদের অনেক ভূমিকা ছিলো। আমি সেইটুকু স্মরণে রেখে চাঁদপুরের মাদ্রাসা শিক্ষক, আলেম ওলামাদের নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছি। আমার আহ্বানে মাদ্রাসার সকল পর্যায়ের সংগঠনগুলো সাড়া দিয়েছেন। আমার বিশ্বাস আমরা সকলে মিলে এই পরিবর্তন আনতে সক্ষম হবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সভাপতি অধ্যাপক রুহুল আমিন, সেক্রেটারী হারুন অর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাও. ইউনুছ হেলাল, পৌর শাখার উপদেষ্টা মিজানুর রহমান, মাধ্যমিক শাখার সভাপতি শরীফ উদ্দিন আহমেদ, পৌর শাখার সভাপতি নেছার আহমেদ, কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।