মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে অবৈধ বালু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৭ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমজাদ হোসেন।
জানা যায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর আওতায় বালু ব্যবসায়ী শেখ সেলিমকে ১ লক্ষ টাকা, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর আওতায় রড ব্যবসায়ী নাসির উদ্দীন মিয়াজীকে ২০ হাজার টাকা, আল আকসা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং জৈনপুর পরিবহনের বাস কাউন্টার অন্যত্র সরিয়ে নেয়ার শর্তে এবং অবৈধভাবে গাড়ি পার্কিংসহ অন্যান্য অপরাধে বাস কাউন্টার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আমজাদ হোসেন বলেন, এ রকম অভিযান অব্যাহত থাকবে।
সফিকুল ইসলাম রিংকু 
























