চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন দাবিতে মশাল মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদকারীরা রাস্তায় কাঠের গুঁড়িতে আগুন জ্বালিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটোয়ারীসহ অন্যরা।
বক্তারা বলেন, গত তিন দশক ধরে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম. এ. হান্নান সাহেব তৃণমূল নেতাকর্মীদের নিয়ে রাজনীতি করে আসছেন। বিএনপির দুঃসময়ে তিনি সবাইকে সংগঠিত রেখেছেন। অথচ তাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে আমরা তা মেনে নেব না। দল যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিফন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদল সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওনসহ সহস্রাধিক নেতাকর্মী।
Reporter Name 
























