গত শুক্রবার (৩১ অক্টোবর ) হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে স্বেচ্ছায় এসে ৪ জন উপজাতি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরা তাদের নাম পরিবর্তন করেন । ইসলাম ধর্মগ্রহণকারীরা হলেন মো.ইব্রাহিম, মোহাম্মদ আলী, মো.আব্দুল্লাহ ও মো.ওমর ফারুক । এ চার জন স্বেচ্ছায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের প্রখ্যাত পেশ ইমাম ও খতিব মুফতি আ. রউফ এর কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তারা জানিয়েছেন- ইতোপূর্বে ওমর ফারুক নামে একজন এখানে এসে মুসলমান হওয়ার পর এ তিনজনকে তিনি ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করে অনুরূপ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঐদিন নিয়ে আসেন। তারা পেশাগত ভাবে গার্মেন্টসে চাকুরি করছে বলে জানা যায়।
অত:পর ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী আলহাজ্ব প্রিন্স শাকিল আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর কার্যালয়ে এলে তিনি তাদেরকে নিয়মিত ভাবে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের নির্দেশ দেন ও তাদেরকে আন্তরিক ধন্যবাদসহ শুভেচ্ছা উপহার দেন।
এ ব্যাপারে জামিয়া আহমেদিয়া কাওমী মাদ্রাসার মোহতামিম ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আ. রউফ জানান, তাদেরকে একজন মুসলমানের প্রাথমিকভাবে করণীয় বিষয়গুলো পালনের নিদেশ দেই ও সৎ পথে চলতে এবং নিয়মিত নামাজ আদায়ে নির্দেশ প্রদান করি ।
Reporter Name 






















