জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, আমরা তাদের আমাদের দলে নিয়ে নেবো। কারণ, বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে। যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে, সেই মানুষের হাতে জীবনেও চাঁদা উঠতে পারে না।’
সোমবার (১০ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সভায় হাসনাত আবদুল্লাহ বিএনপি প্রসঙ্গে আরও বলেন, ‘হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। সুতরাং বিএনপির মধ্যে অনেক ত্যাগী মানুষ আছেন যারা বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন, যারা এখনও বিক্রি হয়ে যায়নি, চাঁদাবাজিতে জড়িত হননি। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমরা তাদের ইনশাআল্লাহ আমাদের দলে নিয়ে নেবো।’
আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে উল্লেখ করে তিনি বলেন, ‘এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। যদি আমাদের সঙ্গে কেউ আসতে চায়, সংস্কারপন্থি হয়ে আসতে চায়, যারা সংস্কারে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, জুলাইয়ে বিশ্বাস করে, যারা চাঁদাবাজদের বিপক্ষে, টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে– তাদের আমরা দলে নিয়ে প্রয়োজনে জোট করবো। আমরা কোনও গুন্ডাপান্ডা নিয়ে সংসদে যাবো না, অবশ্যই এনসিপি সরকার গঠন করবে এবং নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে।’
এনসিপি চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং চাঁদপুর জেলা-উপজেলা পর্যায়ের এনসিপি নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Reporter Name 




















