মতলব দক্ষিণ উপজেলার সর্ব-প্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমি ২০২৫ শিক্ষাবর্ষের শেষান্তে অত্যন্ত আনন্দময় ও কোলাহলপূর্ণ পরিবেশে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতানুগতিক ক্লাসের একঘেয়েমি দুর করতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষার্থীরা।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টিতে অংশগ্রহণ করে। প্রথম ধাপে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি, দ্বিতীয় ধাপে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৯ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টি উদযাপন করে। শ্রেণি ভিত্তিক কেক কেটে আনুষ্ঠানিকভাবে ক্লাস পার্টির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদ হাসান জুয়েল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক (অর্থ সম্পাদক) রেদওয়ান আহমেদ জাকির, পরিচালক মো. আমির খান, শাহআলম বাদল, হাফেজা আক্তার, সালমা বেগম।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন সাহা, আল আমিন ভূইয়া, আবু বকর সিদ্দিক, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌসি, মোঃ ফারুক, মাইন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ জয়নাল, প্রবীর কুমার সাহা, মোঃ আরিফুল ইসলামসহ বিদ্যালয়ের পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পরে প্রতিষ্ঠানে রান্নাকৃত খাবারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ সম্পন্ন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সফিকুল ইসলাম রিংকু: 























