ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, এদেশে আমরা ক্ষমতাপ্রেমিক দেখেছি, দেশপ্রেমিক দেখি নাই। আসুন আমরা সকলে মিলে ক্ষমতাপ্রেমিকদের বাংলার মাঠি থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি।
তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু আমরা ইসলামী আদর্শের শাসন এখনো দেখি নাই। ৫ আগস্টের পর দেশে ইসলামী শক্তির উত্থান হয়েছে। এটাকে কাজে লাগাতে না পারলে আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে। মানুষের জান-মাল ও ইজ্জত রক্ষার দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব জেবি সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সংগঠনটির মতলব দক্ষিণ উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত দলের ওই তৃণমূল সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী। বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সহসভাপতি মাওলানা আফসার উদ্দিন। এ ছাড়া, দলের আরও কয়েকজন নেতা এতে বক্তৃতা রাখেন।
সফিকুল ইসলাম রিংকু 























