ঢাকা 12:19 am, Saturday, 22 November 2025
চাঁদপুর-২ আসনে শুক্কুর পাটোয়ারীকে মনোনয়ন না দিলে বিএনপির পরাজয় হবে

বিএনপির মনোনয়নের দাবীতে চাঁদপুর-২ আসনে শুক্কুর পাটোয়ারীর সমর্থকদের সড়ক অবরোধ

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন রিভিউর দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীর কর্মী ও সমর্থকরা।
শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ড. জালাল উদ্দিনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারায়ণপুর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের আশ্বিনপুর মোড় এলাকায় গিয়ে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় ঢাকামুখী ও চাঁদপুরমুখী যানবাহন চলাচল তিন ঘন্টা ছিল। পরে সন্ধ্যা ৬ টার পর অবরোধ তুলে নেয় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান প্রধান, বিএনপি নেতা জসিম উদ্দিন প্রধান, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ছৈয়াল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান সরকার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, বিএনপি নেতা মিজানুর রহমান বৈদ্য, জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, নজরুল ইসলাম বুলবুল, সাবেক সহ-সভাপতি এসএম কামাল, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. শামীম হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন, ৬নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাসেল, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল আরমান, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক জয়নুল আবেদীন শিশিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দল করতে গিয়ে অনেক হামলাুমামলা, জেলুজুলুমের শিকার হয়েছেন। কিন্তু যাঁকে প্রার্থী করা হয়েছে, বিএনপির রাজনীতিতে তাঁর কোনো অবদান নেই। এ কারণে দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে কর্মসূচি পালন করেছেন।
মতলবের হাজারো নেতা-কর্মী আজ রাজপথে দাঁড়িয়েছি। এই আসনের ভুল মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান তৃনমুল থেকে উঠে আসা এমএ শুক্কুর পাটোয়ারীকে মনোনয়ন দিতে হবে। তারা অভিযোগ করেন, চাঁদপুর-২ আসনে সঠিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। যদি সঠিক মূল্যায়ন হতো, তাহলে দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকা এমএ শুক্কুর পাটোয়ারীকে মনোনয়ন পেতেন। আশা করছি, তৃণমূলের গণদাবি মূল্যায়ন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এ সময় অবরোধ করে বিএনপির নেতারা দাবী তোলেন, অতিদ্রুত এই আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনা করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন, এম এ শুক্কুর পাটোয়ারী তৃনমূল থেকে উঠে আসা, অসংখ্য হামলা মামলার শিকার, পরিচ্ছন্ন রাজনীতিবীদ। এই ত্যাগী নেতাকে মনোনয়ন না দিলে এই আসনে বিএনপির পরাজয় হবে বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা।সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিএনপির মনোনয়নের দাবীতে চাঁদপুর-২ আসনে শুক্কুর পাটোয়ারীর সমর্থকদের সড়ক অবরোধ

চাঁদপুর-২ আসনে শুক্কুর পাটোয়ারীকে মনোনয়ন না দিলে বিএনপির পরাজয় হবে

বিএনপির মনোনয়নের দাবীতে চাঁদপুর-২ আসনে শুক্কুর পাটোয়ারীর সমর্থকদের সড়ক অবরোধ

Update Time : 12:05:12 am, Saturday, 22 November 2025
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন রিভিউর দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীর কর্মী ও সমর্থকরা।
শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ড. জালাল উদ্দিনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারায়ণপুর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের আশ্বিনপুর মোড় এলাকায় গিয়ে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় ঢাকামুখী ও চাঁদপুরমুখী যানবাহন চলাচল তিন ঘন্টা ছিল। পরে সন্ধ্যা ৬ টার পর অবরোধ তুলে নেয় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান প্রধান, বিএনপি নেতা জসিম উদ্দিন প্রধান, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ছৈয়াল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান সরকার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, বিএনপি নেতা মিজানুর রহমান বৈদ্য, জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, নজরুল ইসলাম বুলবুল, সাবেক সহ-সভাপতি এসএম কামাল, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. শামীম হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন, ৬নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাসেল, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল আরমান, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক জয়নুল আবেদীন শিশিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দল করতে গিয়ে অনেক হামলাুমামলা, জেলুজুলুমের শিকার হয়েছেন। কিন্তু যাঁকে প্রার্থী করা হয়েছে, বিএনপির রাজনীতিতে তাঁর কোনো অবদান নেই। এ কারণে দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে কর্মসূচি পালন করেছেন।
মতলবের হাজারো নেতা-কর্মী আজ রাজপথে দাঁড়িয়েছি। এই আসনের ভুল মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান তৃনমুল থেকে উঠে আসা এমএ শুক্কুর পাটোয়ারীকে মনোনয়ন দিতে হবে। তারা অভিযোগ করেন, চাঁদপুর-২ আসনে সঠিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। যদি সঠিক মূল্যায়ন হতো, তাহলে দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকা এমএ শুক্কুর পাটোয়ারীকে মনোনয়ন পেতেন। আশা করছি, তৃণমূলের গণদাবি মূল্যায়ন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এ সময় অবরোধ করে বিএনপির নেতারা দাবী তোলেন, অতিদ্রুত এই আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনা করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন, এম এ শুক্কুর পাটোয়ারী তৃনমূল থেকে উঠে আসা, অসংখ্য হামলা মামলার শিকার, পরিচ্ছন্ন রাজনীতিবীদ। এই ত্যাগী নেতাকে মনোনয়ন না দিলে এই আসনে বিএনপির পরাজয় হবে বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা।সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।