চাঁদপুরের ফরিদগঞ্জে আবারও সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতি। মুখোশ ও অস্ত্রধারী ডাকাতদল নগদ প্রায় দুই লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় আহত হয়েছে দুইজন।
রোববার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, গুপ্টি পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটাল খালপাড় এলাকার মিজি বাড়িতে রহিম বাদশা মিজির দুই ছেলের ঘরে ডাকাতি হয়। এ সময় মুখোশধারী ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে রহমত মিজি (৩০) ও তার ছোট বোন রিমু আক্তারকে (২৩) জখম করে গুরুতর আহত করেন।
গুরুতর আহত রহমত মিজিকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।
আহত রহমত মিজির মা জানান, রাত তিনটার দিকে ৬-৭ জন মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে সবাইকে বেঁধে ফেলে। তারা ঘরে থাকা মেয়ে, ছেলে ও ছেলের বউকে মারধর করে। ছেলের মাথায় আঘাত করা হয় এবং মেয়ের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পরে ঘর তছনছ করে প্রায় দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এর আগে গত ১২ নভেম্বর উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রবাসি মিজানুর রহমানের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের হামলায় আহত হয় শিশুসহ ৩জন। ডাকাত দল ৬ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
নিজস্ব প্রতিনিধি ॥ 
























