ঢাকা 11:37 pm, Wednesday, 26 November 2025

দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ই আগামী দিনের প্রাণিসম্পদ খাতের প্রধান শক্তি

  • Reporter Name
  • Update Time : 11:35:59 pm, Wednesday, 26 November 2025
  • 0 Time View

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি, মেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ উদযাপন হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন খামারি, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে মেলায় ২১টি স্টল স্থান পায়, যেখানে খামারিরা তাদের উদ্ভাবনী পণ্য, উন্নত জাতের পশুপাখি এবং খামার প্রযুক্তি উপস্থাপন করেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা স্টল পরিদর্শন করে খামারিদের উৎসাহ প্রদান করেন এবং খামার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।

মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, জেলা প্রশাসক (ডিসি )মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ই আগামী দিনের প্রাণিসম্পদ খাতের প্রধান শক্তি। বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, সময়মতো টিকা প্রয়োগ এবং উৎপাদন প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে খামারিরা আরও বেশি লাভবান হবে। সরকার মাঠ পর্যায়ে খামারিদের পাশে রয়েছে, আপনারা উদ্যোগ নিলে কর্মসংস্থান, দুধ-মাংস উৎপাদন এবং অর্থনীতিতে আরও ইতিবাচক প্রবৃদ্ধি যোগ হবে।

তিনি আরো বলেন, এই মেলা শুধুই প্রদর্শনী নয়। এটি জ্ঞান,অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের বাস্তব প্ল্যাটফর্ম। এখানে থাকা প্রতিটি স্টল আমাদের প্রাণিসম্পদ উন্নয়নের সম্ভাবনা ও অর্জনের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন বাড়ানো গেলে খামারিরা জাত উন্নয়ন, রোগ ব্যবস্থাপনা এবং বাজার প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইফতেখার উদ্দিন শিশুর সঞ্চালনায়,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে, স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা- ডাঃ জ্যোতির্ময় ভৌমিক। আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, দেশীয় জাত সংরক্ষণ ও টেকসই প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেন।

এসময় জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, জেলার বিভিন্ন খামারি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ই আগামী দিনের প্রাণিসম্পদ খাতের প্রধান শক্তি

দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ই আগামী দিনের প্রাণিসম্পদ খাতের প্রধান শক্তি

Update Time : 11:35:59 pm, Wednesday, 26 November 2025

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি, মেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ উদযাপন হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন খামারি, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে মেলায় ২১টি স্টল স্থান পায়, যেখানে খামারিরা তাদের উদ্ভাবনী পণ্য, উন্নত জাতের পশুপাখি এবং খামার প্রযুক্তি উপস্থাপন করেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা স্টল পরিদর্শন করে খামারিদের উৎসাহ প্রদান করেন এবং খামার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।

মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, জেলা প্রশাসক (ডিসি )মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ই আগামী দিনের প্রাণিসম্পদ খাতের প্রধান শক্তি। বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, সময়মতো টিকা প্রয়োগ এবং উৎপাদন প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে খামারিরা আরও বেশি লাভবান হবে। সরকার মাঠ পর্যায়ে খামারিদের পাশে রয়েছে, আপনারা উদ্যোগ নিলে কর্মসংস্থান, দুধ-মাংস উৎপাদন এবং অর্থনীতিতে আরও ইতিবাচক প্রবৃদ্ধি যোগ হবে।

তিনি আরো বলেন, এই মেলা শুধুই প্রদর্শনী নয়। এটি জ্ঞান,অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের বাস্তব প্ল্যাটফর্ম। এখানে থাকা প্রতিটি স্টল আমাদের প্রাণিসম্পদ উন্নয়নের সম্ভাবনা ও অর্জনের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন বাড়ানো গেলে খামারিরা জাত উন্নয়ন, রোগ ব্যবস্থাপনা এবং বাজার প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইফতেখার উদ্দিন শিশুর সঞ্চালনায়,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে, স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা- ডাঃ জ্যোতির্ময় ভৌমিক। আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, দেশীয় জাত সংরক্ষণ ও টেকসই প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেন।

এসময় জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, জেলার বিভিন্ন খামারি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।