ঢাকা 10:35 pm, Tuesday, 2 December 2025

শাড়ি পেলেন এক হাজার নারী, ফরিদগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া এবং অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার এক হাজার অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের নারীর হাতে শাড়ি তুলে দেন স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে সাহসিক ভূমিকা রেখেছেন, তা জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর সুস্থতা কামনা করে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান তাঁরা।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বেপারীর সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু পাটোয়ারী, সদস্য আমির হোসেন নফর আলী মুন্সি, হুমায়ুন কবির টিপু, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. হাসান, ছাত্রদলের সভাপতি রাজু হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানবিক উদ্যোগ হিসেবে শাড়ি বিতরণের এই আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের কর্মসূচি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে কার্যকর ভূমিকা রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাড়ি পেলেন এক হাজার নারী, ফরিদগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

শাড়ি পেলেন এক হাজার নারী, ফরিদগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

Update Time : 10:28:02 pm, Tuesday, 2 December 2025

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া এবং অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার এক হাজার অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের নারীর হাতে শাড়ি তুলে দেন স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে সাহসিক ভূমিকা রেখেছেন, তা জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর সুস্থতা কামনা করে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান তাঁরা।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বেপারীর সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু পাটোয়ারী, সদস্য আমির হোসেন নফর আলী মুন্সি, হুমায়ুন কবির টিপু, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. হাসান, ছাত্রদলের সভাপতি রাজু হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানবিক উদ্যোগ হিসেবে শাড়ি বিতরণের এই আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের কর্মসূচি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে কার্যকর ভূমিকা রাখে।