বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সহ-সভাপতি এম.এ শুক্কুর পাটোয়ারীর উদ্যোগে খতমে কুরআন, খতমে শেফা, খতমে খাঁজেকানসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর-২০২৫) বাদ আছর মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের তুষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ শুক্কুর পাটোয়ারী।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জৈনপুরী পীর আব্দুল হাই আতিকী।
নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক জহির রায়হানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান প্রধান, মতলব পৌর বিএনপির উপদেষ্টা আলমগীর হোসেন রতন, বিএনপি নেতা জসিম উদ্দিন প্রধান, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালী, মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু।
এসময় আরও বক্তব্য রাখেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান প্রধান, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম কামাল, যুবদল নেতা সফিউল্লাহ মিয়া, ইলিয়াস হোসেন, জয়নাল হাজারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোফাজ্জল হোসেন হাক্কানী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নবীর, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জয়নুল আবেদীন শিশির, মতলব পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাফাল হাসান, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভীর হোসেন, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন প্রমুখ।
এসময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সফিকুল ইসলাম রিংকু 


















