ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে জেলা প্রশাসকের সাথে সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময়

ছবি-ত্রিনদী

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। এ নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ রয়েছে। আমি আমার দায়িত্ব পবিত্রতা দিয়ে পালন করবো। আমাদের ব্যতিক্রম কিছু করার অঙ্গীকার থাকতে হবে। গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়; বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। এছাড়াও যে সকল প্রার্থীগণ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন, তফসিল ঘোষণার পর সেগুলো নিজ দায়িত্বে সরিয়ে ফেলবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা নির্বাচন অফিসার চয়ন চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রশিদ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

চাঁদপুরের জেলা প্রশাসকের সাথে মতিবিনিময় সভায় নারায়ণপুর কলেজের উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন বলেন, মতলব শহরের টিএন্ডটি এলাকা মাদকমুক্ত করা হলেও মাদক এখন শিক্ষার্থীদের স্কুল ব্যাগে পরিবহন করা হচ্ছে। পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার বলেন, কলেজ রোডের জামান প্লাজার সামনে রাস্তার অনেকাংশ জুড়ে মঠ রয়েছে। এটি অপসারণ করে যানচলাচল ও লোকজনের যাতায়াতের প্রতিবন্ধকতা দূর করা হউক। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহআলম বলেন, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই রিক্সা স্ট্যান্ড থাকায় ছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়ায় নানা সমস্যার সম্মুখিন হতে হয়। রিক্সা স্ট্যান্ডটি অন্যত্র সরিয়ে নিলে ছাত্রীরা ইভটিজিংসহ অন্যান্য অসুবিধা থেকে নিরাপরাধ থাকবে। এছাড়াও সভায় খাল সংস্কার, রাস্তার উন্নয়ন ও চলমান উন্নয়নমূলক কর্মকান্ড দ্রুত শেষ করার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু প্রধানীয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, রয়মনেন নেছা মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সদস্য সালেহ আহম্মেদ, হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিশান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ডের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এভারকেয়ারে নেয়া হয়েছে ওসমান হা‌দিকে

মতলবে জেলা প্রশাসকের সাথে সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময়

Update Time : ০৪:১৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। এ নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ রয়েছে। আমি আমার দায়িত্ব পবিত্রতা দিয়ে পালন করবো। আমাদের ব্যতিক্রম কিছু করার অঙ্গীকার থাকতে হবে। গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়; বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। এছাড়াও যে সকল প্রার্থীগণ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন, তফসিল ঘোষণার পর সেগুলো নিজ দায়িত্বে সরিয়ে ফেলবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা নির্বাচন অফিসার চয়ন চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রশিদ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

চাঁদপুরের জেলা প্রশাসকের সাথে মতিবিনিময় সভায় নারায়ণপুর কলেজের উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন বলেন, মতলব শহরের টিএন্ডটি এলাকা মাদকমুক্ত করা হলেও মাদক এখন শিক্ষার্থীদের স্কুল ব্যাগে পরিবহন করা হচ্ছে। পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার বলেন, কলেজ রোডের জামান প্লাজার সামনে রাস্তার অনেকাংশ জুড়ে মঠ রয়েছে। এটি অপসারণ করে যানচলাচল ও লোকজনের যাতায়াতের প্রতিবন্ধকতা দূর করা হউক। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহআলম বলেন, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই রিক্সা স্ট্যান্ড থাকায় ছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়ায় নানা সমস্যার সম্মুখিন হতে হয়। রিক্সা স্ট্যান্ডটি অন্যত্র সরিয়ে নিলে ছাত্রীরা ইভটিজিংসহ অন্যান্য অসুবিধা থেকে নিরাপরাধ থাকবে। এছাড়াও সভায় খাল সংস্কার, রাস্তার উন্নয়ন ও চলমান উন্নয়নমূলক কর্মকান্ড দ্রুত শেষ করার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু প্রধানীয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, রয়মনেন নেছা মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সদস্য সালেহ আহম্মেদ, হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিশান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ডের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।