মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শাহরাস্তিতে বিজয় মেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।
১৫ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় পৌর শহর মেহের কালীবাড়ি মাঠে এটি অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ শাহজাহান এর পরিচালনায়, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) হিল্লোল চাকমা, উপজিলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাকসুদ আলম, উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক। নির্বাহী কর্মকর্তার অফিসের সিএ মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ উক্ত উত্তম মেলায় উপস্থিত ছিলেন ।উক্ত মেলায় ২২ টি স্টল স্থান পায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জুনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া 






















