ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমার বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই, নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহবান-বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন

চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। ‘যদি দুদক আমার বিরুদ্ধে মামলা করেই থাকে তাহলে আইনগতভাবে মোকাবেলা করব’।

চাঁদপুর-২ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন অভিযোগ করেন, একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি ব্যাংক থেকে এক টাকাও ঋণ নেই নাই। আমার বিরুদ্ধে কোনো মামলাও হয়নি।’ আজ মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও এলাকায় অবস্থিত তাঁর বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব কথা বলেন তিনি। এতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সংবদাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিধিবহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের দেওয়া আদেশে তিনিসহ তাঁর পরিবারের মোট পাঁচ সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পাওয়ার প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করে এসব দাবি করেন তিনি।

ড. মোহাম্মদ জালাল উদ্দিন আরও অভিযোগ করেন, আমি দলের মনোনয়ন পাওয়ায় এবং কতিপয় মনোনয়নবঞ্চিত কামিয়াব (সফল) হতে না পারায় দিশেহারা হয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপকৌশল ব্যবহার করছে। জীবনে আমার দ্বারা একটাও অপকর্ম হয় নাই, হবেও না ইনশাআল্লাহ । দলের নেতা-কর্মী এবং সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি। এমন না যে, আমি নির্বাচন করতে পারবো না। দলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরির জন্যই একটি মহল এটি করছে। আমার প্রতি আস্থা আছে বলেই ২০১৮ সালে এবং এবারের নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছেন।’

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলামস,মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আরও বেশ কিছু নেতা-কর্মী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদগঞ্জে ৪০ দিনের কন্যাসন্তান রেখে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আমার বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই, নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহবান-বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন

Update Time : ০৯:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। ‘যদি দুদক আমার বিরুদ্ধে মামলা করেই থাকে তাহলে আইনগতভাবে মোকাবেলা করব’।

চাঁদপুর-২ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন অভিযোগ করেন, একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি ব্যাংক থেকে এক টাকাও ঋণ নেই নাই। আমার বিরুদ্ধে কোনো মামলাও হয়নি।’ আজ মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও এলাকায় অবস্থিত তাঁর বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব কথা বলেন তিনি। এতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সংবদাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিধিবহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের দেওয়া আদেশে তিনিসহ তাঁর পরিবারের মোট পাঁচ সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পাওয়ার প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করে এসব দাবি করেন তিনি।

ড. মোহাম্মদ জালাল উদ্দিন আরও অভিযোগ করেন, আমি দলের মনোনয়ন পাওয়ায় এবং কতিপয় মনোনয়নবঞ্চিত কামিয়াব (সফল) হতে না পারায় দিশেহারা হয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপকৌশল ব্যবহার করছে। জীবনে আমার দ্বারা একটাও অপকর্ম হয় নাই, হবেও না ইনশাআল্লাহ । দলের নেতা-কর্মী এবং সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি। এমন না যে, আমি নির্বাচন করতে পারবো না। দলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরির জন্যই একটি মহল এটি করছে। আমার প্রতি আস্থা আছে বলেই ২০১৮ সালে এবং এবারের নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছেন।’

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলামস,মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আরও বেশ কিছু নেতা-কর্মী।