আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ আব্দুল মবিনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বেলা ২টার দিকে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমামের কাছ থেকে জামায়াতের মতলব দক্ষিণ উপজেলা আমির আব্দুর রশিদ পাটোয়ারী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বীরমুক্তিযোদ্ধা আব্দুল মবিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার চয়ন চন্দ্র সরকার, মতলব পৌরসভার আমির জসিম উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারী মিজানুর রহমান প্রধান, যুব বিভাগের সেক্রেটারী ইদ্রিছ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সফিকুল ইসলাম রিংকু 
























