হাজীগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় মো. সাইফুল ইসলাম (১৮) নামের এক শ্রমিক মারা গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা এলাকার বালু মহালে এ দুর্ঘটনা ঘটে। সে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা গ্রামের আবু সুফিয়ান মিয়াজীর ছেলে।
জানা গেছে, এদিন দুপুরে একটি ড্রাম ট্রাক বালু লোড করার পর গাড়িটি পেছনে ব্যাক দেওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সাইফুল ইসলাম। এসময় অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবু সুফিয়ান মিয়াজী জানান, ছেলে সাইফুল ইসলাম দুর্ঘটনায় মারা গেছে। তাই, তিনি বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য আবেদন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার জানান, দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলামের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 




















