ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একটি দল কার্ডের নামে জনগণের সাথে প্রতারণা করছে-এমপি প্রার্থী জাকির প্রধানীয়া

  • Reporter Name
  • Update Time : ১২:০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৯ Time View
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা) আসনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনামূলক কার্যক্রম শুরু করেছেন, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া। সোমবার (২৬ জানুয়ারি) বিকালে তিনি হাজীগঞ্জ ও দুপুরে শাহরাস্তি উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর ফুটবল প্রতীকের প্রচারনা শুরু করেন।হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাকির হোসেন প্রধানীয়া বলেন, এ দেশে দুর্নীতি বন্ধ করা যাবে না। বেতন দিয়ে সরকারি কর্মচারিরা পারিবারিক ব্যয় ও সন্তানদের পড়ালেখার খরচ চালাতে হিমশিম খেতে হয়। তাই, আগে যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, একদল কার্ড দিবে কিন্তু ব্যক্তিগতভাবে দিবে, নাকি জনগনের (সরকারি) টাকাই জনগণকে দিবে। তা কিছুই বলে না। আমি মনে করি, এটি কার্ডের নামে প্রতারণা। অপর একদল জান্নাতের বিনিময়ে ভোট চান। এখন প্রশ্ন হলো, শরিয়তের হুকুম-আহকাম না মানলে তারা কিভাবে জান্নাতে নিতে পারবে।

নির্বাচনে অংশগ্রহণের কারণ উল্লেখ করে তিনি বলেন, সবদল কর্মসংস্থান ও উন্নয়নের কথা বলে। কিন্তু স্বাধীনতার অর্ধশত বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়নি। অথচ তাদের ঘোষিত কর্মসংস্থানের খবর থাকেনা, আবার কাঙ্খিত উন্নয়নও হয়না। আমি মনে করি, আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

জাকির হোসেন প্রধানীয়া বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সাতটি বিষয় নিয়ে কাজ করতে চাই। এতে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, আবার দেশ ও জনগণের কাঙ্খিত উন্নয়ন হবে। আর তা হলো, উপজেলা পর্যায়ে সংসদ সদস্যেদের কার্যালয় স্থাপন, সততা, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, নারীর ক্ষমতায়ন, কৃষক ও শ্রমিকের উন্নয়ন।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় সংবাদ সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সাংবাদিক মনজুর আলম পাটওয়ারী ও গীতা থেকে পাঠ করেন সুজন দাস। এরপর বক্তব্য রাখেন, শাহরাস্তির মো. নুরুজ্জামান প্রিন্স ও হাজীগঞ্জের আওলাদ হোসেন প্রধানীয়া।

এসময় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

একটি দল কার্ডের নামে জনগণের সাথে প্রতারণা করছে-এমপি প্রার্থী জাকির প্রধানীয়া

একটি দল কার্ডের নামে জনগণের সাথে প্রতারণা করছে-এমপি প্রার্থী জাকির প্রধানীয়া

Update Time : ১২:০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা) আসনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনামূলক কার্যক্রম শুরু করেছেন, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া। সোমবার (২৬ জানুয়ারি) বিকালে তিনি হাজীগঞ্জ ও দুপুরে শাহরাস্তি উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর ফুটবল প্রতীকের প্রচারনা শুরু করেন।হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাকির হোসেন প্রধানীয়া বলেন, এ দেশে দুর্নীতি বন্ধ করা যাবে না। বেতন দিয়ে সরকারি কর্মচারিরা পারিবারিক ব্যয় ও সন্তানদের পড়ালেখার খরচ চালাতে হিমশিম খেতে হয়। তাই, আগে যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, একদল কার্ড দিবে কিন্তু ব্যক্তিগতভাবে দিবে, নাকি জনগনের (সরকারি) টাকাই জনগণকে দিবে। তা কিছুই বলে না। আমি মনে করি, এটি কার্ডের নামে প্রতারণা। অপর একদল জান্নাতের বিনিময়ে ভোট চান। এখন প্রশ্ন হলো, শরিয়তের হুকুম-আহকাম না মানলে তারা কিভাবে জান্নাতে নিতে পারবে।

নির্বাচনে অংশগ্রহণের কারণ উল্লেখ করে তিনি বলেন, সবদল কর্মসংস্থান ও উন্নয়নের কথা বলে। কিন্তু স্বাধীনতার অর্ধশত বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়নি। অথচ তাদের ঘোষিত কর্মসংস্থানের খবর থাকেনা, আবার কাঙ্খিত উন্নয়নও হয়না। আমি মনে করি, আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

জাকির হোসেন প্রধানীয়া বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সাতটি বিষয় নিয়ে কাজ করতে চাই। এতে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, আবার দেশ ও জনগণের কাঙ্খিত উন্নয়ন হবে। আর তা হলো, উপজেলা পর্যায়ে সংসদ সদস্যেদের কার্যালয় স্থাপন, সততা, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, নারীর ক্ষমতায়ন, কৃষক ও শ্রমিকের উন্নয়ন।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় সংবাদ সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সাংবাদিক মনজুর আলম পাটওয়ারী ও গীতা থেকে পাঠ করেন সুজন দাস। এরপর বক্তব্য রাখেন, শাহরাস্তির মো. নুরুজ্জামান প্রিন্স ও হাজীগঞ্জের আওলাদ হোসেন প্রধানীয়া।

এসময় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।