তিনি বলেন, একদল কার্ড দিবে কিন্তু ব্যক্তিগতভাবে দিবে, নাকি জনগনের (সরকারি) টাকাই জনগণকে দিবে। তা কিছুই বলে না। আমি মনে করি, এটি কার্ডের নামে প্রতারণা। অপর একদল জান্নাতের বিনিময়ে ভোট চান। এখন প্রশ্ন হলো, শরিয়তের হুকুম-আহকাম না মানলে তারা কিভাবে জান্নাতে নিতে পারবে।
নির্বাচনে অংশগ্রহণের কারণ উল্লেখ করে তিনি বলেন, সবদল কর্মসংস্থান ও উন্নয়নের কথা বলে। কিন্তু স্বাধীনতার অর্ধশত বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়নি। অথচ তাদের ঘোষিত কর্মসংস্থানের খবর থাকেনা, আবার কাঙ্খিত উন্নয়নও হয়না। আমি মনে করি, আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
জাকির হোসেন প্রধানীয়া বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সাতটি বিষয় নিয়ে কাজ করতে চাই। এতে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, আবার দেশ ও জনগণের কাঙ্খিত উন্নয়ন হবে। আর তা হলো, উপজেলা পর্যায়ে সংসদ সদস্যেদের কার্যালয় স্থাপন, সততা, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, নারীর ক্ষমতায়ন, কৃষক ও শ্রমিকের উন্নয়ন।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় সংবাদ সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সাংবাদিক মনজুর আলম পাটওয়ারী ও গীতা থেকে পাঠ করেন সুজন দাস। এরপর বক্তব্য রাখেন, শাহরাস্তির মো. নুরুজ্জামান প্রিন্স ও হাজীগঞ্জের আওলাদ হোসেন প্রধানীয়া।
Reporter Name 

















