ফরিদগঞ্জ ব্যুরো:
ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের জন্য কাজ করা প্রতিবন্ধীদের সংগঠন চাঁদপুর ডিপিওডি অফিস ঘূর্ষিঝড় সিত্রাং এর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংএর কারণে পৌর এলাকার চরবসন্ত এলাকায় অবস্থিত এই অফিসের উপর বেশ কয়েকটি গাছ পড়ে। এতে অফিসের টিনের চালসহ ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।
চাঁদপুর ডিপিওডির পরিচালক মামতাজ উদ্দিন মিলন জানান, ঝড়ে অফিসের উপর বেশ কয়েকটি গাছ পড়ে। এতে অফিসের টিনের চাল ও দেয়ালের বিন্নিস্থানে ফাঁটল দেখা দিয়েছে। চাঁদপুর ডিপিওডি উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১৯৯৯ সাল থেকে ফরিদগঞ্জসহ পুরো জেলায় কাজ করছে। ফলে এটির আশু সংস্কার করা জরুরী। এব্যাপারে তিনি জেলা , উপজেলা প্রশাসন আবেং জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেছেন।
Reporter Name 

















