হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন
চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর মধ্যে পৌরসভাধীন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অন্যতম।
এ প্রতিষ্ঠানের স্কুল ও ভোকেশনাল শাখা হতে মোট ২৯৫ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৩০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে। এর মধ্য স্কুল শাখায় শতভাগ পাশসহ ১২৮ জন এবং ভোকেশনাল শাখায় ২ জন।
জানা গেছে, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২১৬ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন, এ গ্রেড ৭৭ জন, এ মাইনাস ৫ জন, বি গ্রেড ৪ জন ও সি গ্রেড ২ জন।
অপর দিকে ভোকেশনাল পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৩ জন। পাশের হার ৯২.৪১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ৭১ জন।
এদিকে সন্তোষজনক ফলাফলে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের ধন্যবাদ জানান, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। এ ধারা অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের দোয়া কামনা করেন।