স্টাফ রিপোর্টার:
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেছে আব্দুল রহিম নামে এক মসজিদের ইমামের। নিহত ইমাম আ. রহিম (৩২) হাজীগঞ্জের ৯নং গন্তব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতারা হাজী বাড়ি জামে মসজিদ পেশ ইমাম ও খতিব ছিলেন। তার গ্রামের বাড়ী উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইনিয়নের গোবিন্দপুর মুন্সি বাড়ী। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
গত শুক্রবার ঢাকায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে ঢাকা থেকে লঞ্চ যোগে চাঁদপুর আসেন। পরে চাঁদপুর থেকে মোটরসাইকেলে হাজীগঞ্জে আসার পথে মহামায়ায় এলাকায় মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে মারত্মক আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত ১ জানুয়ারী (শনিবার) বেলা সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন।
শনিবার রাতে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
Reporter Name 





















আল্লাহ্ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। বাস্তব জীবনে অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন।