ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব এলাকায় উদ্ধারকাজ পরিচালনাকালে ৪০ ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ওই এলাকায় উদ্ধারকাজ পরিচালনা করছে সিরিয়ার উদ্ধারকারী দল ‘হোয়াইট হেলমেট’। টুইটারে ভিডিওটি শেয়ার করে তারা লিখেছে- আরও একটি ‘অলৌকিক’ ঘটনা। ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। খবর আলজাজিরার।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে তুরস্ক ও সিরিয়া সীমান্ত এলাকায় সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের পাশাপাশি সিরিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার মানুষ বিধ্বস্ত ভবনগুলোতে চাপা পড়ে আছেন।
বুধবার সর্বশেষ সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ১১ হাজার ১০৪ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে তুরস্কে আনুষ্ঠানিকভাবে ৮ হাজার ৫৭৪ জন মারা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে সিরিয়ায় ২ হাজার ৫৩০ জন মারা গেছেন। তবে মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
Reporter Name 
























