পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা- তা জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজউক। এই বিশেষজ্ঞ কমিটির সদস্যরা বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুততম সময়ের মধ্যে কমিটি রাজউক চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তবে বুধবার পর্যন্ত ওই ভবনটি অনুমোদিত নকশায় করা হয়েছে কিনা- তা জানাতে পারেনি রাজউক।
রাজউক সূত্র জানায়, রাজউক গঠিত পাঁচ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থার সদস্য উন্নয়নকে। এ ছাড়া কমিটিতে রাজউকের আরও ২ জন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২ জন বিশেষজ্ঞ সদস্য রয়েছেন।
এ প্রসঙ্গে রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা যুগান্তরকে বলেন, পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি অনুমোদিত কিনা- তা জানতে নকশা তলব করা হয়েছে। নকশা যাচাই-বাছাই করে আমরা বলতে পারব ভবনটির অনুমোদন ছিল না।
তিনি বলেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি প্রশস্ত সড়কের পাশে অবস্থিত। স্ট্রাকচারও দেখে মজবুত ভবন বলে মনে হয়েছে। তারপরও অনুমোদিত নকশা না দেখে পরিষ্কারভাবে আমরা কিছু বলতে পারছি না। ঘটনার পর শবেবরাতের ছুটি থাকায় বিষয়টি যাচাই করতে আমাদের একটু অসুবিধা হচ্ছে।
রাজউকের চেয়ারম্যান আরও বলেন, রাজউক থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ফিটনেসসহ ভবনের অনুমোদন সংক্রান্ত সব চিত্র বেরিয়ে আসবে।