জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের সমাপণি অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ এবং কার্প জাতীয় মাছ উৎপাদনে শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে পুরষ্কৃত হলেন-মুক্তিযোদ্ধা হাসান আলী।
৩০ জুলাই রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুন্নাহারের সভাপতিত্বে ও সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। তিনি তার বক্তব্যে বলেন- একটা সময় কল্পনাই করা যেত না বানিজ্যিকভাবে মাছ চাষ করা যায়। আজ মাছ উৎপাদনে দেশের ৪র্থ ফরিদগঞ্জ। ফরিদগঞ্জে চাহিদার প্রায় দ্বিগুন মাছ উৎপাদন হচ্ছে; যা আমাদেরকে গর্বিত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিসমেটিক নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির বিরাট পরিবর্তন হয়েছে। পৃথিবীর সবচেয়ে দামী মাছ আজ বাংলাদেশের বঙ্গোপসাগরে পাওয়া যাচ্ছে। এটা হয়েছে আমাদের সমুদ্র বিজয়ের মাধ্যমে। এই যে এতো এতো উন্নয়ন; দেশের একটি শ্রেণি চাচ্ছে এই উন্নয়ন না হোক। তারা চায় দেশে সারা জীবন ভিক্ষুকের জাতিতে পরিনত হোক। তাইতো দেশের এই অগ্রগতিকে স্তম্বিত করে দিতে ঐ মহলটি আবারও জ¦ালাও পোড়াও শুরু করে দিয়েছে। দেশের তৃণমূল মানুষদের বিশেষ করে মৎস্যজীবিদের অনুপ্রাণিত করতে প্রনোদনার পাশাপাশি তাদেরকে পুরস্কৃতও করছেন।’
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন ও ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ এবং জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী বুলবুল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পি.আই.ও মিল্টন দস্তিদার, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতি নুরুন্নবী নোমান ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।