আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর দুই আসনে আবারও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের উপর আস্থা রাখলেন দলটির সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। রবিবার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে সারাদেশের ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করেন
মুক্তিযুদ্ধকালীন ২ নং সেক্টরের ক্র্যাক প্লাটুনের কমান্ডার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকারের প্রতিমন্ত্রী এবং ২০১৪ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার তিনি মনোনয়ন পেলেও পরবর্তীতে তা পরিবর্তন করা হয়। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুনরায় সেই ক্র্যাক প্লাটুনের কমন্ডারের হাতেই নৌকা তুলে দেন।
এদিকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় মতলব দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এই সময় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিজ বাবুল,
মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, বর্তমান সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, ফারুক পাটোয়ারী, মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আখিঁ, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুসাইন মোহাম্মদ কচি, বর্তমান সভাপতি আশরাফ পাটোয়ারী অনিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম সোহাগ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাইয়ুম ফরাজী ও সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইহাম, যুবলীগ নেতা সবুজ, শরীফুল ইসলাম, নুরনবী, ইউসুফ ফরাজী, মনির প্রধানসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।