কচুয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কচুয়া পৌরসভার ৩শত ৬০জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে উপশী ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তাছাড়া ১শত ৮৫ জন কৃষকের মাঝে জন প্রতি ২ কেজি করে হাইব্রীড ধানের বীজ বিতরণ করা হয়।
এ সময় পৌরসভার সচিব জহিরুল আলম সরদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা টিটু মোহন সরকার, প্যানেল মেয়র আমিনুল হক, কাউন্সিলর মো. আবদুল কাদের, সাবেক কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, অফিস সহকারী নাসির আলম নসু সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।