মনিরুল ইসলাম মনির
দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর পক্ষে ঘরে-ঘরে গিয়ে ভোট চাইলেন ফরাজীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী হাজিপুর গ্রামে মানুষের দ্বারে-দ্বারে যান এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন তিনি।
এসময় নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কার পক্ষে মিছিল করেন উপস্থিত নেতৃবৃন্দ। এসময় হাজীপুর সেন্টার কমিটির আহ্বায়ক নাছির হোসেন মুন্সি, সদস্য সচিব আব্দুল বাতেন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রব প্রধান, মো. নুরুজ্জামন, নুরু খলিফা সহ আরো অনেকে।
প্রচারণকালে উপস্থিত নেতাকর্মীরা ভোটারদের উদ্দেশ্যে বলেন, নৌকা মানেই শেখ হাসিনার উন্নয়ন। নৌকা মানেই বাংলাদেশের মানুষ উন্নতি। তাই সব নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। নৌকার বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। কারণ নৌকা হল জনগণের আস্থার প্রতীক এবং নৌকার প্রার্থী একজন আদর্শ মুক্তিযোদ্ধার সন্তান।
Reporter Name 














