মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রোটা. আহসান হাবীব অরুন।
প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটুর সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, রোটা. আহসান হাবিব অরুন। একই সমেয় নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষার্থী ও অভিভাকদের মাঝে বিস্তারিত তুলে ধরেন শিক্ষকরা।
সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. সিরাজুল ইসলাম, জামশেদ আলম, আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক উত্তম কুমার দেবনাথ, রহিমা আক্তার, মাজেদা খাতুন, ফারহানা আক্তার, ইসমাইল হোসেন প্রমুখ।
এসময় অন্যান্য অতিথিবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন ভুইয়া, হাছানুজ্জামান, সুমন শীল, আব্দুল হালিম, শরীফ হোসেন, তাপস শীল, আলম পাটওয়ারীসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।