মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে বছরের প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে বই উৎসবের অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, বিদ্যালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় অভিভাবকদের উদ্দেশ্যে নতুন কারিকুলাম বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর কাউন্সিলর কাজী মনির হোসেন ও হাজী কবির হোসেন কাজী, শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক হোসাঈনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারি মো. জহিরুল ইসলাম মজুমদার প্রমুখ।
প্রভাষক কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত, মো. শাহজাহান মুন্সি, মোহাম্মদ মনির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।