মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে বছরের প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, প্রধান অতিথি। এসময় অভিভাবকদের উদ্দেশ্যে নতুন কারিকুলাম বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।
প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী প্রধান শিক্ষক আকবর হোসেনের উপস্থাপনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এসময় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ওমর ফারুক, মো. বিল্লাল হোসেন, রাবেয়া আকতার, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান তুহিনসহ অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।