• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুর সদর থানায় ঢুকে পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন শিক্ষার্থীরা, ওসি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চাঁদপুরে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, শহরে জলাবদ্ধতা পুলিশ সুপারেরর সাথে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সদর উপজেলা ইউএনও’র মতবিনিময় সভা চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা কচুয়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার নোয়াখালীর সাবেক এমপি স্ত্রী ও সন্তানসহ আটক বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা রয়টার্সের প্রশ্নের জবাবে যা বললেন নাহিদ কচুয়ায় সড়কে যানজট নিরসনে স্কাউট সদস্য ও সাধারন শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্বরণে দশানী এলাকায় আলোচনা সভা ও দোয়া

হাজীগঞ্জে স্কুলে স্কুলে উৎসবমূখর পরিবেশে বই উৎসব উদযাপিত

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
প্রতিনিধির তোলা ছবি

জহির হোসেন:
সারাদেশের ন্যায় হাজীগঞ্জেও স্কুলে স্কুলে উৎসবমূখর পরিবেশে বই উৎসব উদযাতি হয়েছে।

এ বছর হাজীগঞ্জ উপজেলায় ৭৭ হাজার ৪’শ ২২জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ৯৭ হাজার ৬শ নতুন বই বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

এ সময় তিনি বিদ্যালয়ে পৌঁছলে বিদ্যালয়ের স্কাউট সদস্যরা তাকের ঢাক-ডোল পিটিয়ে বরণ করে নেন। পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ সৈয়দ আহমদ খসরু, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারি প্রধান শিক্ষক আকবর হোসেন, অভিভাবক সদস্য মোহাম্মদ ওমর ফারুক, বিল্লাল হোসেন, রাবেয়া আকতার প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীদের মাঝে বই প্রদানের পূর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের হল রুমে শিক্ষার্থীদের মাঝে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর কাজী মনির হোসেন ও হাজী কবির হোসেন কাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব উদযাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক হোসাইনুল আজম, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারি মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারি মো. জহিরুল ইসলাম মজুমদার, ইন্সট্রাক্টর মো. শাহজাহান মুন্সিসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি রোটা. আহসান হাবিব অরুন। সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. সিরাজুল ইসলাম, জামশেদ আলম, আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক উত্তম কুমার দেবনাথ, রহিমা আক্তার, মাজেদা খাতুন, ফারহানা আক্তার, ইসমাইল হোসেন।

ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান শিক্ষক জ্যোস্না আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির লিটন।

বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজে বই উৎসবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নাজমুস শাহাদাত, রনজিৎ চন্দ্র পাল, আসমা বেগম, রীনা চৌধুরী, প্রভাষক ইমাম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০