অনলাইন ডেক্স:
দক্ষিণ কোরিয়ায় দিনে-দুপুরেই লোকজনের সামনে দেশটির বিরোধীদলীয় নেতা লি জায়ে মিয়ংকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর সেখানে তার ওপর হামলা চালানো হয়। ইয়োনহোপ নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুসানে ওই বিরোধী নেতাকে ছুরিকাঘাত করা হয়।
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্পের জন্য হেরে গিয়েছিলেন লি জায়ে মিয়ং। স্থানীয় সময় মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
লি বর্তমানে দক্ষিণ কোরিয়ার আইনসভার সদস্য নন। তবে তিনি পরবর্তী সাধারণ নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র শূন্য দশমিক ৭৩ শতাংশ ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োলের কাছে হেরে যান তিনি। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন।
Reporter Name 

























