ইসমাইল হোসেন বিপ্লব :
কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোয়া গ্রামের কামাল হোসেন সরকারের ছেলে ফরহাদ সরকার (২০) দীর্ঘদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি ৬ মাস পূর্বে ঢাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে মেরুদন্ডের হাড় ও গাঢ় ভেঙ্গে যায়। তাকে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য তার বাবার জমিজমা ও সহায় সম্পদ বিক্রি করে পরিবারটি এখন নিঃস্ব হওয়ার পথে। তার বাবা রিক্সা চালিয়ে সংসার ও ছেলে চিকিৎসা খরচ জোগায়। বর্তমান বাবা অসুস্থ থাকায় ছেলের চিকিৎসা না করতে পারায় অসুস্থ ফরহাদ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
ফরহাদ সরকারের বাবা কামাল হোসেন জানান, দুই ভাই এক বোনের মধ্যে ফরহাদ দ্বিতীয়। ফরহাদ ঢাকার একটি ক্যান্টিনে কাজ করতো। আমি রিক্সা চালিয়ে সংসার দেখাশুনা করতাম। গত ৬ মাস পূর্বে ঢাকার হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায়। আমার সকল জমিজমা বিক্রি করে তার চিকিৎসার খরচ জোগাচ্ছি। আমি অসুস্থ হওয়ার কারনে আর রিক্সা চালাতে পারছি না। বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধের উপক্রম হয়ে পড়েছে। তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে হলে চিকিৎসা চালিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্যথায় তার জীবনাশের আশঙ্কা রয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া ছেলের চিকিৎসার জন্য সকলের দরজায় সাহায্য সহযোগিতা চেয়ে আসছি। বর্তমানে ছেলের চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন।
ইউপি চেয়ারম্যান মো. আলগীর হোসেন জানান, ফরহাদ আমার পাশের গ্রামের ছেলে। আমার পরিষদ ও এলাকার সহযোগীতা নিয়ে ফরহাদের চিকিৎসা চালিয়ে ছিলাম। এখন তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। এ ছেলেটির চিকিৎসায় সকল বিত্তবানদেন পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। কেউ সাহায্য করতে চাইলে তার পিতার ব্যবহৃত ০১৮৩৮১২৭০০৫ (বিকাশ) মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।