মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি হলেন শাকিল চৌধুরী। গত ১৭ ডিসেম্বর উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদ, সদস্য সচিব ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী এ কমিটির অনুমোদন দেন।
এর আগে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাকিল চৌধুরীসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটির যাচাই করেন, ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম পাটওয়ারী এবং যথাযথ নীতিমালা অনুসরণ করে কমিটি গঠন এবং অনুমোদনের জন্য উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সদস্য মো. জিল্লুর রহমান চৌধুরী, মো. ইলিয়াস হোসেন ভুঁইয়া, জোবেদা আখতার, সকিনা আক্তার, শাহিন আক্তার, তাছলিমা বেগম ও খোকন দেবনাথ, সদস্য ও পৌর কাউন্সিলর মো. মোহসীন ফারুক বাদল, সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার।
এদিকে ধেররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন শাকিল চৌধুরী।
একই সময়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, বিদ্যোৎসাহী সদস্য, দাতা ও অভিভাবক প্রতিনিধিসহ এলাকাবাসীকে কৃতজ্ঞতা চিত্তে অভিনন্দন জানিয়েছেন শাকিল চৌধুরী। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করবেন উল্লেখ করে তিনি তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, শাকিল চৌধুরী হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা গ্রামের চৌধুরী বাড়ির মরহুম সফিউল হায়দার চৌধুরী। তিনি একজন ব্যবসায়ী, উদ্যোক্তা ও সমাজকর্মী।