ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
কচুয়ায় গ্রাম পুলিশ ও স্থানীয় পাহারাদের সহযোগিতায় কুখ্যাত ডাকাত মহসিন (৩৭)কে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোর রাতে বিতারা ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর রাত্রীকালীন গ্রাম পাহারা দলের সদস্যদের সহাতায় নিন্দপুর বাজারের হুমায়ুন ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে কুখ্যাত ডাকাত মহসিনকে দুটি অটো রিক্সাসহ তাকে আটক করে থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে অটো রিক্সাসহ গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসে। আকটকৃত মহসিন দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মৃত ছামিল হোসেনের ছেলে।
কচুয়া থানার ওসি মো.মিজানুর রহমান জানান,গ্রেফতারকৃত মহসিনের বিরুদ্ধে দাউদকান্দি, মতলব(উত্তর) ও কচুয়া থানায় একাধিক চুরি,ডাকাতির মামলা রয়েছে। রবিবার এ ব্যাপারে নিয়মিত মামলা দায়ের করে মহসিনকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Reporter Name 




















