ফরিদগঞ্জ প্রতিনিধি :
‘বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসিমিয়া মুক্ত’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে ফরিদগঞ্জের রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ এর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) সকালে র্যাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনির্বানের আহবায়ক নুরুল করিম ফরিদের সভাপতিত্বে আইফা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইমসলাম ফরহাদ, অনিবার্ণের সদস্য সচিব হাসান খান, সদস্য ছন্দন। আলোচনা সভায় জেলা পর্যায়ে হিমোগ্লোবিন ইলেকট্রপ্লেসেস (থ্যালাসেমিয়া) পরীক্ষা চালু করনের বিষয়ে সরকারের স্বাস্থ্য বিভাগের প্রতি বিশেষ আহবান জানানো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার প্রমুখ।
উল্লেখ্য, অর্নিবান সংগঠনটি ২০১২ সাল থেকে থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছে। এ যাবৎ ৩৮ জন রোগীকে ২২৭৮ ব্যাগ রক্ত জোগানে সহায়তা করেছে।