মুহাম্মদ বাদশা ভূঁইয়া :
চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ জুলাই চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক এর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার)।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষ পরিষদের চেয়ারম্যান অ্যাড হুমায়ুন কবির সুমন, উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, চাঁদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়াসহ সকল উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সংশ্লিষ্টরা।
সভার শুরুতে আলোচ্য বিষয় নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক। আইন-শৃঙ্খলা কমিটির আলোচনায় জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।