কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় আজিজুল হক সুমন নামে ছাত্রদলের এক নেতাকে আটক করায় থানার ওসিকে প্রত্যাহার ও তার মুক্তির দাবীতে সড়ক অবরোধ, যানবাহন ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীদের আরেকটি গ্রুপ।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় টায়ারে আগুন দিয়ে যানবাহন চলাচল বন্ধ এবং সড়ক অবরোধ করে যানবাহনে ভাংচুর চালায় বিএনপির মিলন সমর্থিত গ্রুপ।
দুপুরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সড়ক অবরোধের সময় উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে যানবাহন ভাংচুর করতে দেখা যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পারিবারিক দ্বন্দ্বের কারণ এবং অভিযোগের ভিত্তিতে উজানি গ্রামের আলমগীর মেম্বারের ছেলে আজিজুল হক সুমনকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) গ্রেপ্তার করা হয়। তার কোন রাজনৈতিক পদবীও নেই। তাকে ছিনিয়ে নিতে বিএনপির কিছু নেতাকর্মী চেষ্টা চালায়।
জানাগেছে, গ্রেপ্তার আজিজুল হক সুমন বিএনপি নেতা এহসানুল হক মিলনের সমর্থক। অপরদিকে এমন ঘটনায় উপজেলা বিএনপির আরেকাংশ মোশাররফ হোসেনের সমর্থকেরা এই ঘটনার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানান।
মোশারফ হোসেনের সমর্থকরা জানান, বিএনপি ও ছাত্রদল নামধারীরা হরতাল অবরোধ করতে পারে না। মুলত উজানি গ্রামের শহিদুল্লাহ মেম্বারের ছেলে এনাম হোসেন (২৫) কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করায় এবং থানায় মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।