কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগ পাওয়া গেছে। ৯ ডিসেম্বর সোমবার রাতে ওই গ্রামের পুর্বপাড়া এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিউলি আক্তার।
অভিযোগসূত্রে জানাগেছে, বাদির বোনের ছেলে আব্দুল্লাহ (তানভীর)কে চুরির অপবাদ দেয় বিবাদীরা। পরবর্তীতে বিবাদীরা চুরির অভিযোগের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস বসানো হয়। শালিসে বিবাদী জামাল হোসেন, সুপিয়ান, মনির হোসেন, দুলাল, খলিল, ফেরদাউস, শাহিনুর বাদীর বোন কুলসুমার উপর চড়াও হয়ে শালিসদের সামনে এলোপাথাড়ি ভাবে মারধর শুরু করেন । এতে কুলসুমা বেগম,তার বৃদ্ধ মা ও ছেলে আব্দুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত কুলসুমা বেগম জানান, আমার ছেলে আব্দুল্লাহ বিবাদী জামালের বাড়ির সামনে রেকেট খেলতে গেলে তাকে মিথ্যা টাকা চুরির অপবাদ দেন। চুরির অপবাদের বিষয়টি নিয়ে বিবাদীরা শালিস বসালে তারাই আমাদের উপর এলোপাতারি ভাবে হামলা করেন।
এ বিষয়ে বিবাদীর বক্তব্য জানতে চাইলে তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আব্দুল হালিম জানান,অভিযোগটি পেয়েছি,তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।