ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
কচুয়া পৌরসভার প্রাণকেন্দ্রে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল শনিবার কচুয়া উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার বিকেলে কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলনের সার্বিক সহযোগিতা, নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি কামনা করে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির- সিরাজুল ইসলাম মাষ্টার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট আবু তাহের মেসবাহ, পৌরসভার আমির আমিনুল হক মীর আজহারী, কচুয়া উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. এমদাদ উল্যাহ, শ্রমিক কল্যাণ পৌর সভাপতি মো. মফিজুল ইসলাম, পৌর সেক্রেটারি মনির হোসেন সাইদ ও জামায়াত নেতা আব্দুল কুদ্দুসসহ আরো অনেকে। এদিকে দীর্ঘদিন পর কচুয়া উপজেলা জামায়াতের কর্মী সভাকে ঘীরে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে শেষ মুহুর্তে ষ্টেজ নির্মাণসহ নেতাকর্মীদের ফেস্টুন ব্যানারে ছেয়ে গেচে পুরো এলাকা। আয়োজক কমিটির পক্ষ থেকে এ কর্মী সম্মেলনে ৩০-৪০ হাজার নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি হবে বলে আশাবাদ ব্যাক্ত করছেন আয়োজক কমিটি।