নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নম্বর বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাচার বাজারের ব্যবসায়ী মো. সোহাগ খানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় তার সাচার বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে মঙ্গলবার জেল হাজতে প্রেরন করে পুলিশ।
কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম জানান, ২০২২ সালে উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের ইফতার অনুষ্ঠানে বাধা প্রদান ও গাড়ী ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামী হিসেবে তাকে গ্রেফতার করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
সোহাগ খানের পরিবারের সদস্যদের দাবী তার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই। হয়রানির উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে পরদিন মঙ্গলবার বিকেলে চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জামিন পান সোহাগ খান।