ভারতের মহারাষ্ট্রের পারভানী জেলায় এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ওই নারী তৃতীয়বারের মতো কন্যা সন্তান জন্ম দেয়ায় এ ঘটনা ঘটে। শনিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি
বৃহস্পতিবার রাতে ৩২ বছর বয়সী কুন্ডলিক উত্তম কালে তার স্ত্রী ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করে। গঙ্গাক্ষেত নাকাতে এ ঘটনা ঘটে। যা মহারাষ্ট্র থেকে ৫২০ কিলোমিটার দূরে।
এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ময়নার বোন। তিনি জানান, তৃতীয়বার তার বোন কন্যা সন্তান জন্ম দেয়ায় এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হত। এমনকি মারামারি পর্যন্ত হয়েছে।
শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে আবার ঝগড়া বাধলে এক পর্যায়ে কুন্ডলিক তার স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ময়নার চিৎকার শুনে স্থানীয়রা বাঁচাতে আসলে দৌড়ে পালিয়ে যায় কুন্ডলিক। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিলেও কোনো কাজ হয়নি। সে এতটাই দগ্ধ হয়েছিল যে হাসপাতালে নেয়ার আগেই মারা যায়।
পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।