ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া:
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই স্লোগানে কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বরে ওয়াকাথন কর্মসূচী শেষে পরিষদ মিলনায়তনে কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
এ সময় তিনি বলেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন। সমাজসেবা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার।
তিনি আরো বলেন, সমাজসেবা অফিস যেনো মানুষের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে। সমাজের অসহায় মানুষের পাশে সব সময় সমাজসেবা অফিস পাশে থাকে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামের সভাপতিত্বে ও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আব্দুল হালিম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ প্রমুখ। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।