মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:
শাহরাস্তি উপজেলা ছাএদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী (বৃহস্পতিবার ) দুপুর ২ ঘটিকায় স্থানীয় মেহের ডিগ্রি কলেজ মাঠে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনে করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলা ছাএদল আহবায়ক ইঞ্জি: এ বি এম পলাশ। শাহরাস্তি উপজেলা ছাএদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘ সময় ক্ষমতায় অধিষ্ঠিত থাকলে গনতন্ত্র ভূলন্ঠিত হয়। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য বিএনপি ১৬ বৎসর যাবৎ আন্দোলন করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত দেড় যুগেরও বেশি সময় এদেশে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। বানোয়াট মামলায় পুলিশের ভয়ে মাঠে ঘাটে নি:ঘুম রাত কাটিয়েছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে স্বাভাবিক জীবন যাপন করতে পারেনি, অস্থিরতা আতংকে জীবন যাপন করতে হয়েছে। বিএনপি এ ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। হামলা-মামলায় আমাদের নেতা-কর্মীরা ছিল অস্থির ও দিকবিদিক জ্ঞান শূন্য। অধিকাংশ নেতা-কর্মী বাড়িতে ঘুমাতে পর্যন্ত পারেনি। বিগত জুলাই-আগস্ট আন্দোলনে স্বৈরাচারী হাসিনার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা আর এমন স্বৈরাচার সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইনা। তিনি আরো বলেন, দেশ নিয়ে যড়যন্ত্র হচ্ছে তাই আমাদের সতর্ক থাকতে হবে। আমাদেরকে ডঃ মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার সুযোগ তৈরি করে দিতে হবে। কোন যড়যন্ত্র যেন কার্যকর হতে না পারে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদের সমর্থন নিয়ে আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত সরকারকে এ আসনটি উপহার দিতে চাই।কেউ আইন হাতে তুলে নিবেন না, কেউ অপরাধী হলে দেশের প্রচলিত আইনে তার বিচার করা হবে। আমরা অন্তবর্তীকালীন সরকারকে আহবান জানাবো অতি দ্রুত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাএদলের আহবায়ক ইঞ্জি: এবিএম পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন, বিএনপির নেতা বেলায়েত হোসেন সেলিম, বিএনপি নেতা আবুল কালাম পাটোয়ারী, আবুল কালাম আতাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল হক গনি, উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক মাসুদ সিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন প্রমুখ।
অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাএদল, ওয়ার্ড ছাএদল, ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।